প্রকাশ: ২০২০-০৪-০৭ ১৫:১৭:৩৬ || আপডেট: ২০২০-০৪-০৭ ১৫:২১:২৩
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় করোনা প্রতিরোধে কঠোর অবস্হানে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।পাশাপাশি করোনাভাইরাসের বিস্তাররোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে কাজ করছেন সেনাবাহিনী ।
৭এপ্রিল (মঙ্গলবার) সকালে উপজেলার বটতলী স্টেশনসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনাভাইরাস মোকাবিলায়
বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার সদর ১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সামাজিক দূরত্ব নিশ্চিত করা,ঘরে নিরাপদে থাকতে এবং জনসচেতনতামুলক টহল পরিচালনা করা হয়।
এসময় এলাকার নিত্যপ্রয়োজনীয় দোকান,ওষুধের দোকান ছাড়া বাকী সকল দোকানপাট বন্ধ করাসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচার- প্রচারণা অব্যাহত রেখেছেন তারা।বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রেও নেওয়া হয়েছে কঠোর অবস্থান।
বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার সদর ১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির জানান, করোনা প্রতিরোধে আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেননা।
করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সচেতনতার জন্যর জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেননা।
Comments
Add Your Comment