করোনার উপসর্গ নিয়ে আইসোনেশনে থাকা আনোয়ারার এক যুবকের মৃত্যু
প্রকাশ: ২০২০-০৪-০৬ ২১:১৮:০১ || আপডেট: ২০২০-০৪-০৬ ২১:১৮:০১
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম শরীফ মোহাম্মদ (২২) আনোয়ারা উপজেলার মধ্যম শিলাইগড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়। ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আখতারুউজ্জামান চৌধুরী বাবুর সাবেক একান্ত সচিব ও শিলাইগড়ার স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দীন মুরাদ সাংবাদিকদের বলেন, শ্বাসকষ্ট জনিত রোগে শরীফ মোহাম্মদের মৃত্যু হয়েছে। তার লাশ এখনো চমেক হাসপাতালের মর্গে আছে। ডাক্তাররা নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠিয়েছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকেও অবগত করেছি।আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমদ বলেন, এই বিষয়ে আমি অবগত আছি। গতকাল রোববার রাতেই আমি, এসিল্যান্ড, ওসিসহ ঐ গ্রামে গিয়েছি।এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।বিআইটিআইডি থেকে রিপোর্ট আসবে। রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Comments
Add Your Comment