প্রকাশ: ২০২০-০৪-০৬ ২১:০৩:০২ || আপডেট: ২০২০-০৪-০৬ ২১:০৩:০২
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। লোহাগাড়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পণ্যবাহী সব ধরনের যানবাহন এবং সেইসাথে জরুরি সেবা, চিকিৎসায় নিয়োজিত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন ও ব্যক্তি প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে ৬এপ্রিল সোমবার রাত ১০টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে। এ লক্ষ্যে লোহাগাড়ায় প্রবেশ পথে বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাকড়কে লোহাগাড়ার প্রবেশ পথে জরুরী সেবা বিশেষ করে চিকিৎসা, স্বাস্থ্যকর্মী ভোগ্যপণ্য ও রপ্তানী পণ্য পরিবহন কার্যে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। মহামারী রূপে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসি জাকের হোসাইন মাহমুদ আরো জানান, ইতোমধ্যে লোহাগাড়ায় সকল প্রবেশ পথে এবং বিভিন্ন পয়েন্টে থানা পুলিশ কর্তৃক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment