প্রকাশ: ২০২০-০৪-০৬ ১৫:০৯:২৪ || আপডেট: ২০২০-০৪-০৬ ১৫:৫৯:৫৩
অন্যদিকে, অপরজন জেদ্দায় করোনা আক্রান্ত হয়ে মান্নান মিয়া নামের আরো এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মানিক ও মান্নানের মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি।নিহত মান্নান মিয়া মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার মাদবপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজিজুল হক।অপরদিকে জেদ্দায় চট্টগ্রামের সাতকানিয়ার সিরাজুল ইসলাম, মদিনায় রাঙ্গুনিয়ার নুরুল আলম চাষী, লক্ষীপুরের মো. ইউসুফ ও রাজধানী রিয়াদে ভোলার মোহাম্মদ হোসেন নামে আরো ৪ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়। নিহত চার বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা যায়।
জেদ্দায় সিরাজুল ইসলাম প্রকাশ পাকিস্তানি সিরাজ বাওয়াদী এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।নিহত সিরাজুল ইসলাম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিরখুল গ্রামের বাসিন্দা। মদিনায় বেলাল মার্কেটের ব্যবসায়ী নুরুল আলম চাষী হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নিহত নুরুল আলম চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের বাসিন্দা।মোহাম্মদ ইউসুফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।নিহত ইউসুফ লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার দরবেশ পুর গ্রামের বাসিন্দা।মোহাম্মদ হোসেনও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা যায়।তিনি ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেলে ও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সম্পুর্ন পরিচয় পাওয়া যায়নি।
Comments
Add Your Comment