প্রকাশ: ২০২০-০৪-০৫ ১৮:৫৩:৫৪ || আপডেট: ২০২০-০৪-০৫ ১৮:৫৩:৫৪
খোরশেদ আলম শিমুল
হাটহাজারীতে করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখাতে জনসাধারণকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রাশাসন।
রবিবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে সাথে নিয়ে
হাটহাজারী পৌর বাজার,ইছাপুর, সরকার হাট, কাটিরহাট সহ এলাকার বিভিন্ন বাজারে অবস্থারত মানুষজনকে বাজারে বিনা প্রয়োজনে আসতে নিষেধ করা হয় এবং কেনাকাটার করতে আসা জনগণকে কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করা সহ দ্রুত প্রয়োজন শেষে বাড়িতে ফিরে যেতে ব্যাপক প্রচারণা চালানো হয়। সেইসাথে পৌর বাজারে একটি চায়ের দোকান বন্ধ করে দেয়া হয়। এছাড়াও বাজারে দ্রব্যমূল্য যাচাই করা হয।
ইউএনও বলেন, সরকারের নির্দেশনুযায়ী করোনাভাইরাস ঠেকাতে জনগণকে সচেতনতা করতে এত অভিযান করার পরও মানুষ সচেতন হচ্ছে না। মানুষ সচেতন না হলে কিন্তু এ দেশের পরিণতি ভয়াবহ হতে পারে। তাই যারা সরকারে দিকনির্দেশনা মানছেন না তাদের প্রতি আমাদেরকে কঠোর আচরণ করতে বাধ্য হতে হবে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণকে ঘরে থাকার জন্য অনুরোধ জানায়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Comments
Add Your Comment