প্রকাশ: ২০২০-০৪-০৪ ২০:১৩:৩২ || আপডেট: ২০২০-০৪-০৪ ২১:২১:৪০
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় সরকারী আদেশ অমান্য করায় ৬জন যুবককে জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৪ এপ্রিল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী।
জানা যায়,করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী মাঠ কাজ করছে।
সরকারী ভাবে নির্দেশনা রয়েছে বাহিরে অযথায় ঘুরাফেরা করা যাবেনা।
৪এপ্রিল বিকেলে কারযোগে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোয়াং হাজির পাড়া তেলী পুকুর পাড় এলাকায় উত্তর পদুয়া ঘোনা পাড়ার শোয়াইব,পদুয়া শাহ পাড়ার মুহাম্মদ কামাল,মুহাম্মদ সাইফুল,মুহাম্মদ আরফাত, মুহাম্মদ পারভেজ ও মল্লিক ছোবাহানের সাইফুল ইসলাম সাইফ সরকারী আদেশ অমান্য করে অযথায় ঘোরাফেরা করলে টহলরত পুলিশের একটি টিম উপজেলা প্রশাসনকে খবর দিলে মল্লিক ছোবাহান তেলি পুকুর পাড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী উক্ত ৬যুবককে ১৮৬০সনের ২৬৯ ধারামতে ১২হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করেন।
Comments
Add Your Comment