কাপড় শুকাতে গিয়ে মহিলার মৃত্যু
প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৬:৩৫:১৯ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৬:৩৫:১৯
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক মহিলার মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎতের তারের সঙ্গে জড়িয়ে তার মৃত্যু ঘটে। নিহত দিলোয়ারা বেগম (৪৪) জলদী মিয়ার বাজারের ব্যবসায়ী মো.আনছারের স্ত্রী।৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের নেয়াজরপাড়া বদিউল আলম ফকিরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশী ও মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুল আলম বলেন, নিহত দিলোয়ারা বেগম আমাদের নিকটতম আত্মীয় এবং আমরা একই বাড়ির বাসিন্দা। সে প্রতিদিনের মতো বাড়ির আঙ্গিয়ান কাপড় শুকাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দিলোয়ারা বেগমকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিৎ করেন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাঃ কানিছ ফাতেমা রুদ্রবা।
Comments
Add Your Comment