প্রকাশ: ২০২০-০৪-০৩ ১১:৪৪:১৬ || আপডেট: ২০২০-০৪-০৩ ১১:৪৪:১৬
রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
আজ ৩ এপ্রিল শুক্রবার সকালে সাতকানিয়া সমিতি’র উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়ের পক্ষ থেকে করোনা ভাইরাস রোধের জন্য স্বর্ব সাধারনের নিরাপত্তা ও শতর্কতার জন্য মাক্স বিতরণ করেন এইসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সমিতির আহবায়ক অহিজ সিরাজ স্বপন, সাতকানিয়া সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,আমেলাইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার,বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোছলেম ,তামাকুমন্ডি লেইন সমিতি’র সভাপতি শামশুল ইসলাম সহ সাতকানিয়া সমিতির সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন।
এই সময় সাংসদ বলেন নিজ নিজ ঘড়ে থাকবো প্রতি ঘন্টায় ঘন্টায় ও বাহির হতে বাসায় আসলেই হাত মুখ সাবান দিয়ে ভালো করে ধুইতে হবে মাক্স ব্যবহার করতে হবে জন সমূখে যাওয়া যাবেনা। নিজে সুস্থ থাকবো অনেকে সুস্থ রাখার চেস্টা করবো।
Comments
Add Your Comment