প্রকাশ: ২০২০-০৪-০২ ২৩:৫০:৪৮ || আপডেট: ২০২০-০৪-০২ ২৩:৫০:৪৮
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫’শ খেটে খাওয়া ও হত দরিদ্র পরিবারের জন্য ত্রাণ পাঠালেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক,মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
২এপ্রিল বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মাধ্যমে পাঠানো ত্রাণ উপজেলার চুনতি ও কলাউজান আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক ও পুটিবিলা ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
এসময় উপস্হিত ছিলেন
চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য জয়নুল আবেদীন,পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মো: ইউনুছ,
উপজেলা আওয়ামীলীগের সদস্য আনিস উল্লাহ,চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম পল্টু,সম্পাদক জানে আলম ,কলাউজান আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবুল কাসেম মিয়া,কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইসহাক,সম্পাদক শামসু সওদাগর,সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হক।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে, চাল,আলু, মসুর ডাল, তৈলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বলেছেন, করোনা সংকটময় মুহুর্তে অসহায় ও খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লোহাগাড়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব দাদার মাধ্যমে উপজেলার ৯ইউনিয়নে ৫`শ পরিবারের জন্য ত্রাণ পাঠিয়েছেন।
আমরা গতকালকে চরম্বা ও আধুনগর ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছি। আজকে চুনতি, পুটিবিলা ও কলাউজান ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে ত্রাণ সামগ্রী প্রদান করেছি।
উক্ত ত্রাণগুলো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক তালিকা করে এলাকার দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করবেন। পর্যায়ক্রমে আগামীকাল বাকী ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment