প্রকাশ: ২০২০-০৪-০২ ২১:৫৮:১৩ || আপডেট: ২০২০-০৪-০২ ২৩:০২:৩২
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে সচেতনতামুলক মাইকিং ও অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ স্কুল রোড, আলুরঘাট রোড, সাহেব বাজার, কাঁচা বাজারসহ বিভিন্ন স্হানে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক মাইকিং ও টহল জোরদার করা হয়েছে।
সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০সনের ২৬৯ ধারা মতে বদিউর রহমান মার্কেটে আবদুস সাত্তার সওদাগরের মালিকানাধীন আজমীর রেক্সিন হাউসকে ৫হাজার টাকা , কাঁচা বাজার এক মুদির দোকানকে ১৫হাজার এবং জিয়াদ ডিপার্টমেন্টাল স্টোরের মালিকানাধীন তৌহিদুল ইসলাম ৫হাজার টাকাসহ ২৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়া, এএসআই আবদুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ জানান, করোনা প্রতিরোধে জনসমাগম এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নির্দেশনা দিয়ে আসছি।সরকারী নির্দেশনা না মেনে কোন স্হানে জনসমাগম না হয় বা জনগণ যাতে অযথা বাইরে বের না হয়ে বাড়িতে অবস্থান করুন, সে বিষয়ে আমরা নজরদারি করছি।তিনি আরো বলেন, মানুষকে সচেতন করতে এলাকায় মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকা ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেয়া হচ্ছে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment