করোনায় আক্রান্ত হয়ে মদিনায় মারা গেল সাতকানিয়ার জসিম
প্রকাশ: ২০২০-০৪-০২ ১৮:২১:৫৫ || আপডেট: ২০২০-০৪-০২ ১৮:২৩:০৩
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
সৌদি আরবের মদিনা শরীফ করোনায় আক্রান্ত হয়ে আরেক বাংলাদেশীর মৃত্যু হয়েছে । তার নাম জসিম উদ্দিন (৩৫) তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর এলাকার বাসিন্দা মোজাফফর আহমদের পুত্র। আজ বৃহস্পতিবার বিকাল তিনটার সময় জসীমউদ্দীনের মৃত্যু সংবাদ সাতকানিয়ায় নিজ বাড়িতে পৌঁছে। ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত এক সপ্তাহ আগে জসিম উদ্দিনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে তাকে সৌদি আরবের সরকারী স্বাস্থ্য কর্মীরা নিজ বাসা থেকে এম্ব্যুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। জসিম উদ্দিনের সাথে থাকা ভাই কফিল উদ্দীনসহ বাসায় থাকা অন্যান্যরা হোম কোয়ারান্টিনে থাকায় জসিম উদ্দীনের চিকিৎসার খবরাখবর নেয়া নিতে পারেনি। আজ বৃহস্পতিবার দুপুরে জসিম উদ্দীনের মৃত্যুর সংবাদটি প্রকাশ হয়। জানা যায়, ছদাহা আজিমপুর এলাকার বাসিন্দা মোজাফফর আহমদের ৪ ছেলে ও ২ মেয়ের মধ্যে জসিম উদ্দিন ২য়। জসিম বিবাহিত, তার ২ ছেলে সন্তান রয়েছে। সৌদি আরব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন ।
Comments
Add Your Comment