প্রকাশ: ২০২০-০৪-০২ ১৩:০৬:৩৫ || আপডেট: ২০২০-০৪-০২ ১৩:০৬:৩৫
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল ১১টায় উপজেলার চুনতি ডেপুটি বাজার এলাকায় ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন।
জানা যায়,করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী মাঠ কাজ করছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে নির্দেশনা অমান্য করে গনজমায়েত করে যাত্রী পরিবহন করায় দন্ডবিধি ১৮৬০ সনের মিউজিক গাড়ীর ড্রাইভার ফরিদ ১হাজার টাকা,মিনি ট্রাকের ড্রাইভার আবু সুফিয়ানকে ২ হাজার ৫`শ টাকা এবং অপর মিউজিক গাড়ির ড্রাইভার মহি উদ্দিনকে ৪ হাজার টাকাসহ মোট ৭হাজার ৫`শ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার সদর ১০ পদাতিক ডিভিশন`র মেজর শেখ ফয়সাল আল বশীর,লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ইসহ সঙ্গীয় ফোর্স।
Comments
Add Your Comment