প্রকাশ: ২০২০-০৪-০১ ২০:৪০:৪৪ || আপডেট: ২০২০-০৪-০১ ২০:৪০:৪৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া থানা পুলিশ।
উপজেলা প্রশাসন থেকে সরকারীভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে জনসমাগম করা যাবেনা, হাট বাজারে অযথায় ঘুরা ফেরা করা যাবেনা । করোনা ভাইরাস ঠেকাতে প্রশাসনকে সহযোগীতা করুন। কোন ধরণের জনসমাগম কিংবা বাজারে ও এলাকায় অযতায় এদিক সেদিক ঘুরা ফেরা করলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১এপ্রিল রাত ৮টায় বটতলী মোটর স্টেশনে জনসমাগম এড়াতে, ঘুরাফেরা থেকে বিরত থাকতে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জনসচেতনতামুলক মাংকিং করে জনগণের উদ্দেশ্যে সতর্ক বার্তা জানিয়ে দেন।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদার।
Comments
Add Your Comment