প্রকাশ: ২০২০-০৩-৩১ ২২:০০:২২ || আপডেট: ২০২০-০৩-৩১ ২২:০০:২২
যার যার এলাকায় দুস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সাতকানিয়া-লোহাগাড়া’র ধনাঢ্য ব্যাক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন সাতকানিয়া লোহগাড়ার সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এমপি নদভী বলেন ‘উন্নত দেশগুলোতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস মোকাবিলায় অধিকাংশ দেশ হিমশিম খাচ্ছে। সেক্ষেত্রে গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই এই ভাইরাস ছড়ানোর আগেই সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
এরই মধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ সচেতন হয়েছেন।
খুব শিগগিরই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে বিবৃতিতে আশা প্রকাশ সাংসদ ড.আবু রেজা নদভী এমপি।
Comments
Add Your Comment