রবিবার, ০২ এপ্রিল ২০২৩

জাতীয়করণে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের জিও জারিঃপ্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রকাশিত : ২:১৩ অপরাহ্ন রবিবার, ০২ এপ্রিল ২০২৩

রায়হান সিকদার,লোহাগাড়াঃ
দীর্ঘ প্রতীক্ষার পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণ জিও ( Government order) জারী করা হয়েছে। বিষয়টি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের একটাই দাবী ছিল বিদ্যালয়টি সরকারীকরণ হওয়ার। বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম অাশরাফ আলী চৌধুরীর দৌহিত্র, বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীর নিরলস প্রচেষ্টায় এবং শিক্ষক- শিক্ষিকাবৃন্দের আন্তরিকতায় আজ ২৪সেপ্টেম্বর হতে বিদ্যালয়টি পরিপুর্ণভাবে জিও লেটার জারী করা হয়েছে। বিদ্যালয়টি সরকারীকরণ করার জন্য দীর্ঘদিন ধরে মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ে সবসময় যোগাযোগ রেখেছিলেন। অবশেষে তার এই নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষা মন্ত্রনালয় হতে আজ জিও লেটার জারী করা হয় বলে জানা গেছে।শিক্ষা মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ খুশী হয়ে মাস্টার অলী উল্লাহ চৌধুরী ও মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীর নামে ভবন নামকরণ করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছেন। জাতীয়করণে বিদ্যালয়ের জিও লেটার জারী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি ও সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপিকে বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন