প্রকাশ: ২০২০-০৩-২৮ ১৩:২২:২৩ || আপডেট: ২০২০-০৩-২৮ ১৩:২২:২৩
লোহাগাড়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনে শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনামুলক লিফলেট, মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ (শুক্রবার) বিকেল ৫টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের নির্দেশক্রমে এসব সামগ্রী বিতরণ করেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আকতার হোসাইন নাবিল। এসময় উপজেলার পাঁচ শতাধিক শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকতার হোসাইন ছাড়াও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল, রুবেল, আরমান,শেফায়েত, সাকিব, পিয়েল সিফাত, রাকিব ও মাহবুব উপস্থিত ছিলেন। এ সময় শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে করোনা প্রতিরোধক বিভিন্ন সামগ্রী হাতে পেয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ভূঁয়সী প্রশংসা করেন এবং নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। ##
Comments
Add Your Comment