প্রকাশ: ২০২০-০৩-২৬ ২১:৩৪:১৯ || আপডেট: ২০২০-০৩-২৬ ২১:৩৯:৪৮
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলায় দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৬মার্চ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ সাহেব মিয়া সওদাগরকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, দোকান বা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যের তালিকা ঝুলিয়ে না রাখায় ওই দোকান মালিককে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার আইনে ২হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদ স্টোরসহ কয়েকটি মুদির দোকানকে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment