প্রকাশ: ২০২০-০৩-২৪ ২৩:২৪:৪৮ || আপডেট: ২০২০-০৩-২৪ ২৩:২৪:৪৮
দেশবাংলা ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জীবাণুনাশক ছিটানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্স, পুনাক মোড়, ওয়াসা মোড়সহ আশপাশের এলাকায় ওয়াটার ক্যানন দিয়ে এ জীবাণুনাশক ছিটানো হয়। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি নাগরিকদের প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে অনুরোধ করেন। বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ জানান। সিএমপির জীবাণুনাশক ছিটানোর এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়। এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments
Add Your Comment