সোমবার, ২৯ মে ২০২৩

লোহাগাড়ায় পৃথক পৃথক অভিযানে আটক ৮

প্রকাশিত : ১২:৫১ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩

দেশবাংলা ডেস্কঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।আটককৃতরা হল যথাক্রমে কলাউজানের প্রবণ কান্তি দাশ,  চুনতি পানত্রিশার আবুল কালাম,আবুল হাসেম, নাছির উদ্দিন, নলবনিয়ার নুরুল কবির,সুখছড়ি এলাকার লোকমান হাকিম,পদুয়া মৌলভী পাড়ার  রিদুয়ান,জমিদার পাড়ার আরিফুল ইসলাম।সুত্রে জানা গেছে,গত ২২সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ৮জনকে আটক করে থানার হেফাজতে  নিয়ে আসে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আমাদের থানা পুলিশের টিম ৮জনকে আটক করতে সক্ষম হয়।আটককৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।  তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন