প্রকাশ: ২০২০-০৩-১৯ ১৩:১৭:৫৭ || আপডেট: ২০২০-০৩-১৯ ১৩:১৭:৫৭
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলুন, আতংকিত না হয়ে, আসুন সতর্ক হই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস রোগের লক্ষণ ও তার থেকে প্রতিকার সম্পর্কে সর্বসাধারণের মাঝে লিপলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে থানার সামনে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে জনসচেতনতামুলক লিপলেট বিতরণ করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই অজয়দেব শীল।
লিফলেট বিতরণ কালে ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত রোগী সনাক্ত হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।
তিনি লোহাগাড়াবাসীকে বিবাহ অনুষ্ঠান, মেজবান পরিহার করতে অনুরোধ জানান।
Comments
Add Your Comment