প্রকাশ: ২০২০-০৩-১৮ ২০:২০:৩৬ || আপডেট: ২০২০-০৩-১৮ ২০:২০:৩৬
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত রোগী সনাক্ত হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।
তারই ধারাবাহিতায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ এক ব্যতিক্রমী ধর্মীর উদ্যোগ নিয়েছেন।যা সত্যিই প্রশংসার দাবীদার রাখে।
১৮মার্চ বিকেলে থানার প্রবেশ পথে ঢুকলে দেখা যায় হাত ধোয়ার একটি বেসিন।
সুন্দর পরিবেশে থানার পাশে বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ করার জন্য ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত লোকজন বেসিনে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে দেখা গেছে। এমন সুন্দর জনসচেতনতামুলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনা ভাইরাস আতংকের কোন কারণ নেই বরণ দরকার জনসচেতনতা।করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাত বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ করতে হবে। তিনি আরো জানান, এটা সকলের জন্য অভ্যাস সৃষ্টির বিষয়।আমাদের সকলকে বেসিন সাবান দিয়ে হাত ধুয়ে অভ্যাসে পরিণত করতে হবে।
Comments
Add Your Comment