প্রকাশ: ২০২০-০৩-১২ ১৩:৪৪:৫৩ || আপডেট: ২০২০-০৩-১২ ১৩:৪৪:৫৩
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আব্দুল মবীনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এহসানুর রহমান প্রমুখ।
এ মামলায় গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে দেওয়া বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন খালেদা জিয়া। একই সমাবেশে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি, যা পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। পরে নড়াইলের চাপাইল গ্রামের বাসিন্দা রায়হান ফারুকী ইমাম নামে এক ব্যক্তি এ-সংক্রান্ত খবর পড়ার পর সংক্ষুব্ধ হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মানহানির মামলা করেন।
Comments
Add Your Comment