প্রকাশ: ২০২০-০৩-১১ ১৩:১৭:২৫ || আপডেট: ২০২০-০৩-১১ ১৫:২৮:১৬
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্কুল রোডে একটি ভাড়াটিয়ার বাসা থেকে চাঁদা দাবীর অভিযোগে ২জনকে আটক করেছে থানা পুলিশ।
১০ মার্চ ( মঙ্গলবার) রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন আমিরাবাদ স্কুল রোড এলাকার আবুল কাশেমের পুত্র শিমুল ( ২০) অপরজন শহীদুল কবির সেলিমের পুত্র শাফাদুল কবির জিম ( ১৮) ।
জানা যায়, গতকাল রাতে আটককৃতরা আমিরাবাদ স্কুল রোডে কহিনুর ( ছদ্মনাম) বাসায় পুলিশ পরিচয়ে ঢুকে। এসময় তাদের ভয়ভীতি দেখিয়ে মারধর করে চাঁদা দাবী করে।
চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের এলাকা ছাড়ার হুমকি দেয়। খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদারের নেতৃত্বে পুলিশি দল স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান,
আটক জিম এবং শিমুল এলাকার ছিনতাইকারী। এরা এলাকার মানুষদের ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো।
তাদের বিরুদ্ধে থানায় দ্রুত আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাদের আদলতে প্রেরণ করা হয়েছে।
Comments
Add Your Comment