প্রকাশ: ২০২০-০৩-১০ ১৩:১১:২৭ || আপডেট: ২০২০-০৩-১০ ১৩:১১:২৭
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লোহাগাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে ১০ মার্চ সকালে দিবসটি উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিতাই চাকমা, মুক্তিযোদ্ধা রফিক দিদার, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কার্যালয়ের কার্য্য সহকারী শুভংকর চাকমা, গিয়াস উদ্দিন ও আতিকুর রহমান।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীগণ উপস্হিত ছিলেন।
Comments
Add Your Comment