সোমবার, ২৯ মে ২০২৩

সংবিধান প্রশ্নে শেখ হাসিনা কারো সাথে আপোষ করবেন নাঃ কেন্দ্রীয় আ.লীগ নেতা বিপ্লব

প্রকাশিত : ১:১৯ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সংবিধান সমুন্নত রাখার চেষ্টা করছেন। সংবিধানের বাইরে তিনি এক চুলও নড়বে না। সংবিধান প্রশ্নে শেখ হাসিনা কারো সাথে কোন আপোষ করবেন না। এই সংবিধান মেনে যদি নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে বেশ কয়েকটি জাতীয় নির্বাচনের পর এই প্রথম একটি নির্বাচন হতে যাচ্ছে।এটা হবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই। তিনি আরো বলেন, বন্দুকের নলের উপর রাতারাতি সৃষ্টি হওয়া দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ দীর্ঘ আন্দোলন-সংগ্রামে লড়াই করা একটি দল। দেশের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ। কাজেই, আওয়ামী লীগের সাথে যেমন বিএনপির তুলনা হয় না, ঠিক তেমনিভাবে শেখ হাসিনার সাথে কখনও খালেদার তুলনা হয় না। তিনি লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় সত্য বলার সাহস থাকতে হয়। যদিও বা সত্য বলাটা কঠিন ও চ্যালেঞ্জিং। আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি  বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করতে হবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের মহাযজ্ঞ গুলো লেখনীর মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে। এছাড়াও তিনি লোহাগাড়ায় কর্মরত সংবাদ কর্মীদের যে কোন সুখে-দুঃখে পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। গতকাল ২২ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময়কালে উপস্হিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জোবায়ের, আওয়ামী লীগ নেতা এইচ এম গণি সম্রাট, এসএম আবদুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সদস্য আবু বক্কর ছিদ্দিক,  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডা. আতাউল করিম আরবি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মো. শাহজাহান, দক্ষিণ জেলা স্বেচ্ছসেবক লীগ নেতা আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, তারেকুল ইসলাম ও রমিজ সরকার প্রমূখ

আরো পড়ুন