প্রকাশ: ২০২০-০৩-০৭ ০০:২০:১০ || আপডেট: ২০২০-০৩-০৭ ০০:২৬:০৭
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোন স্থান নেই। যারা ইসলামের নাম ব্যবহার করে, ইসলামী লেবাস ধারণ করে জঙ্গিবাদের নামে মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু, এরা পথভ্রষ্ট এবং নিজেরা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার। এদেরকে চিহ্নিত করে ছাত্র, শিক্ষক, অভিভাবক মিলে সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে।
তিনি আরো বলেন, সমাজে পরিবারে মাদকাসক্ত লোক থাকলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।সন্তানদের চলার পথে মা`দের ভূমিকা অপরিহার্য। মাদক ও ইয়াবা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওসি জাকের হোসাইন মাহমুদ আরোও বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে আলেম-উলামা, পীর-মাশায়েখ ও শিক্ষকবৃন্দ, তাদের বক্তব্য, ওয়াজ নসিহাতের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে। ৬মার্চ রাত ১০টায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম পদুয়া হদ্দলী পাড়া যুব উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে গেষ্ট অব অনারের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
প্রধান বক্তা ছিলেন বিশিষ্ঠ আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদ।
বিশেষ ওয়ায়েজ ছিলেন হাফেজ মাওলানা মহসিন রফিক।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক,সমাজসেববক হারুনুর রশিদ,পদুয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ শব্বির আহমদ,ব্যবসায়ী মুহাম্মদ আলমগীর, পশ্চিম পদুয়া হদ্দলী পাড়া যুব ঐক্য পরিষদের সদস্য নাছির উদ্দিন, সাহাব উদ্দিন গিয়াস উদ্দিন
জিয়াবুল আবদুল মান্নান, জমির উদ্দিন, সেলিম উদ্দিন, আলমগীর প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষ থেকে ওসি জাকের হোসাইন মাহমুদকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
Comments
Add Your Comment