প্রকাশ: ২০২০-০৩-০৪ ১৮:৩২:২৮ || আপডেট: ২০২০-০৩-০৪ ১৮:৩২:২৮
রায়হান সিকদার, লোহাগাড়া, প্রতিনিধি :
চট্টগ্রামে লোহাগাড়ার বড়হাতিয়ার মুহাম্মদ হারুন (৩৮) নামের এক যুবক ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকালে ওমানের স্কিনি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হারুন উপজেলার বড়হাতিয়ার মোহছেন চৌধুরী পাড়ার নুরুল ইসলামের ছেলে। ও তিন সন্তানের জনক।
নিহতের চাচাতো ভাই মো: এনাম দেশবাংলাকে নিশ্চিত করেছেন। সে ওমানে বিপনন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের চাচাতো ভাই এনাম দেশবাংলাকে জানান, ঘটনারদিন সকালে হারুন বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন।এবং যাত্রাপথে সড়ক দূর্ঘটনার শিকার হন।ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে : দুপুরে হারুনের বাড়িতে মৃত্যুর কবর পোঁছালে পরিবারের শোকের ছায়া নেমে আসে।
Comments
Add Your Comment