প্রকাশ: ২০২০-০২-১৬ ১৭:১৫:১১ || আপডেট: ২০২০-০২-১৬ ১৭:১৫:৪৬
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহপীর ফিলিং স্টেশনের সামনে হতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা ১নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১হাজার ২শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মহিলা নরসিংদী পলাশ থানার কালা চাঁন্দ মিয়ার বাড়ী দেলোয়ার হোসেনের স্ত্রী হামিদা আকতার(২৩)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ২টায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী হানিফ পরিবহন বাসে তল্লাশী চালিয়ে ১হাজার ২শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১নারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১৬ফেব্রুয়ারি সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
Comments
Add Your Comment