সোমবার, ২৯ মে ২০২৩
প্রকাশিত : ১২:৪১ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩
আ.ছ.ম ছলিমুল্লাহ
দেখতে যাকে সবার পছন্দ
সেই তো হয় মানুষ
মায়ার জালে করে যে বন্দি
সে ও তো মানুষ ।
আদি পিতা আদম ছিলেন
প্রথম সৃষ্ট মানুষ
মানব গড়ার কারিগর যারা
তাঁরা ও যে মানুষ ।
ভালো লাগার ব্যক্তিটি ভাই
সবার আপন মানুষ
ভালোবাসি যাকে আমি
সে ও হয় মানুষ ।
কথা বলার শক্তি যার
তাকে বলি মানুষ
হাসিমুখে এগিয়ে যে জন
সে ও প্রিয় মানুষ ।
রবি ঠাকুর বলেছিলেন
“আগে মানুষ হও ”
আমি বলি স্রষ্টাকে চিনে
প্রকৃত মানুষ হও ।
‘রেখেছ বাঙালি করে মানুষ করনি’
শুধালেন মহান কবি গুরু
পড়ার মধ্য দিয়েই তবে
মানুষ হওয়া শুরু ।
দয়াল প্রভু শেখালেন তারে
সুন্দর কলম দিয়ে
আরো শেখালেন যা কিছু সব
আপন করে নিয়ে ।
মানুষ হলো এ ধরাতে
সকল সৃষ্টির সেরা
আল্লাহর প্রতি আস্থা থাকলে
সে মানুষটি ও সেরা ।
মানুষের কল্যাণ উভয় জগতে
মানে যদি মানুষ স্রষ্টাকে
মরেও মানুষ হবে অমর
সততার পথে যদি ডাকে ।
মানুষে মানুষ ভাই ভাই
মানুষ মানুষের তরে
মানবতার জন্যে মানুষ
সবটাই উজাড় করে ।
লিখকঃ
অধ্যক্ষ, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসা।
খতিব,লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ।