প্রকাশ: ২০২০-০১-৩০ ১৮:০০:৪৫ || আপডেট: ২০২০-০২-১৯ ১৮:১৮:৩৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম ও মানবতার ধর্ম। জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকদের স্হান ইসলামে নেই। ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষা অর্জন করতে হবে এবং দেশের প্রচলিত বিজ্ঞানসম্মত শিক্ষা চর্চা করতে হবে। তিনি আরো বলেন, আজকাল দেখা যায় একজন আলেম অপর অালেমকে মাহফিলে ওয়াজ করার সময় কটুক্তি করে বক্তব্য রাখে। আলেমদেরকে এ ধরণের বক্তব্য দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই ওয়াজ মাহফিলে
একজন আলেমে অপরজন আলেমকে কটুক্তি করে বক্তব্য রাখলে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।
৩০ জানুয়ারী দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।
লোহাগাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মুহাম্মদ আরমান বাবু রুমেলের সভাপতিত্বে ওয়ায়েজ ছিলেন বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ঠ আলেমেদ্বীন ও গবেষক মাওলানা আবু ছালেহ মোহাম্মদ ছলিমুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মুহাম্মদ মোস্তাক আহমদ, স্হানীয় ইউপি সদস্য মুফিজুর রহমান।
এসময় মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন ওসি জাকের হোসাইন মাহমুদসহ অন্যান্যরা।
Comments
Add Your Comment