রবিবার, ১১ জুন ২০২৩

চকরিয়া ও আনোয়ারার ২বিক্রেতা গাঁজা ও মদসহ লোহাগাড়ায় গ্রেফতার

প্রকাশিত : ৭:৪৭ পূর্বাহ্ন রবিবার, ১১ জুন ২০২৩

রায়হান সিকদার,দেশবাংলা নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা ও ১২০লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।আটককৃত বিক্রেতার নাম মুহাম্মদ আলমগীর(৪৫)।সে আনোয়ারার বড়দোয়ারার মুহাম্মদ হোসেনের পুত্র এবং মিশকাতুল হাসান প্রকাশ সাইমন ড্রাইভার (২০)। সে চকরিয়া উপজেলার উত্তর বরইতলী পশ্চিম মহাজন পাড়া এলাকার নজরুল ইসলামের পুত্র।
সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ১৮সেপ্টেম্বর বিকেলে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম উপজেলার চুনতি খাঁন দিঘী নামক স্হানে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে দেড় কেজি গাঁজাসহ আনোয়ারার মুহাম্মদ আলমগীরকে এবং আধুনগর বাজারে মিউজিক গাড়িতে তল্লাসী চালিয়ে ১২০লিটার চোলাইমদসহ মুহাম্মদ সাইমন ড্রাইভারকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

আরো পড়ুন