রবিবার, ০২ এপ্রিল ২০২৩

কুমিল্লা ও মুন্সীগঞ্জের ২পাচারকারী ইয়াবাসহ লোহাগাড়ায় আটক

প্রকাশিত : ৩:৪১ অপরাহ্ন রবিবার, ০২ এপ্রিল ২০২৩

রায়হান সিকদার,দেশবাংলা নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আরকান মহাসড়কের চুনতি খাঁন দিঘী নামক স্হান হতে দুই মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।আটককৃত পাচারকারীর নাম কুমিল্লা দাউদকান্দী সুন্দরপুর এলাকার নাছিরের পুত্র শামীম (২০) এবং মুন্সিগঞ্জ গজারিয়া শাহপুর এলাকার মৃত ইন্নত আলীর পুত্র ইয়াসিন (৩০)।
সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ১৮সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৬হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লার শামিম ও মুন্সীগঞ্জের ইয়াসিন নামের ২মাদক পাচারকারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

আরো পড়ুন