রবিবার, ০২ এপ্রিল ২০২৩

সাংসদ ড.নদভীর বদান্যতায় নতুন জীবন পেল পঙ্গু সমল ধর

প্রকাশিত : ৩:১৭ অপরাহ্ন রবিবার, ০২ এপ্রিল ২০২৩

রাস্তা পারাপার হতে গিয়ে রেল এর নীচে কাটা পড়ে দুই পা ও এক হাত হারানো পঙ্গু সমল ধর নতুন জীবন ফিরে পেয়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বদান্যতায়। পঙ্গু সমল ধরকে প্রদান করা হয় অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স হুইল চেয়ার। উল্লেখ্য, সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কামারের ভাঙ্গা এলাকার সমল ধর ১২ বছর পূর্বে নগরীর কদমতলী রেলওয়ে গেইট দিয়ে অসতর্ক অবস্থায় রাস্তা পারাপার হতে গিয়ে রেল এর নীচে কাটা পড়ে দুই পা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাণে বেঁচে গেলেও বরণ করে নিতে হয় পঙ্গুত্বের দুর্বিষহ জীবন যাপন। মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ৫ সদস্যের সংসার নিয়ে সমল ধর গ্রামের বাড়ীর পাশে ছোট একটি দোকান দিয়ে কোনভাবে জীবন যাপন করে আসছে।
চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ নিজ বাস ভবনে প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি সমল ধরকে অত্যাধুনিক এই ইলেক্ট্রনিক্স হুইল চেয়ারটি প্রদান করেন এবং তাকে সম্ভাব্য সব রকমের আর্থিক সহায়তার ঘোষণা দেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এমপি নদভী পত্নী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, নারীনেত্রী নার্গিস আকতার মুন্নি।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
(অধ্যাপক শাব্বির আহমদ)
প্রেস সচিব, মাননীয় সাংসদ

আরো পড়ুন