সোমবার, ২৯ মে ২০২৩

হাটহাজারীতে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার, হত্যাকারী মুন্না আটক

প্রকাশিত : ১:১০ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩

খোরশেদ আলম শিমুল,দেশবাংলা.নেট

হাটহাজারী পৌরসভার শাহাজালাল পাড়া এলাকা থেকে নিঁখোজ হওয়া অষ্টম শ্রেণীর ছাত্রী তাছনীম সুলতানা তুহিন (১৩)লাশ উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ।রবিবার(১৬সেপ্টম্বর)রাত নয়টার দিকে পৌরসভার সালাম ম্যানসনের চতুর্থ তলার ফ্লাট থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।এসময় পুলিশ একই ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া ইয়াবাসক্ত শাহনেওয়াজ মুন্না(২১)কে আটক করেছে।মুন্না একই উপজেলার মিরেরখীল এলাকার ডাঃ শাহজানের পুত্র তারা দীর্ঘদিন ঐ বিল্ডিংয়ের চতুর্থ তলায় ভাড়া থাকেন। এদিকে নিহত তুহিন একই ভবনের নিচ তলায় বসবাসকারী গড়দুয়ারা ২নং ওয়ার্ডের আবুল হাসেম সারাং বাড়ীর আবু তৈয়বের কন্যা ও হাটহাজারী গালর্স হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

আরো পড়ুন