সোমবার, ২৯ মে ২০২৩

ভারত গেলেন এলডিপির সভাপতি কর্ণেল অলি আহমেদ

প্রকাশিত : ১২:৪৬ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩

দেশবাংলা নেটঃ

এক সপ্তাহের সফরে ভারত গেলেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। রবিবার সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, কর্নেল (অব.) অলি রবিবার সকালে সস্ত্রীক ভারত গেছেন। আগামী ২৩ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে ১৫ দিনের সফরে ড. অলি আহমেদ ভারতে গিয়েছিলেন। ওই সময় আজমির শরিফ জিয়ারতসহ বেশ কিছু ব্যক্তিগত কাজ করেবেন তিনি।এবারও তিনি জয়পুর, আজমীর শরীফ, দিল্লী যাবেন। সেখানে ব্যক্তিগত কিছু কাজ করার পাশাপাশি চিকিৎসাও করাবেন বলে জানান সেলিম।

আরো পড়ুন