সোমবার, ২৯ মে ২০২৩
প্রকাশিত : ১:১৩ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আবদুল জলিল বান্দরবান জেলায় ও থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল আউয়াল রাঙ্গামাটি জেলায় বদলী হয়েছেন।তারা দু`জন আগামী ১৬সেপ্টেম্বর রবিবার তাদের কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আবদুল জলিল ও থানার উপ-পরিদর্শক আবদুল আউয়ালের বিদায় সংবর্ধনা ১৪সেপ্টেম্বর সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে সম্পন্ন করা হয়েছে।অনুষ্টানে সভাপতিত্ব করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।লোহাগাড়া থানার এসআই আবদুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন চুনতি পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ মুহাম্মদ আলমগীর,বিদায়ী সংবর্ধিত অতিথি আবদুল জলিল,আবদুল আউয়াল,থানার এসআই শেখাব উদ্দিন সেলিম,এসআই সোহেল সিকদার,এএসআই মুহাম্মদ জামাল হোসেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন থানা এসআই অজয় দে,এসআই আবুল কাসেম,এসআই মুফিজুল ইসলাম,এসআই আবু বকর,এসআই নুরুন্নবী, এএসআই মাসুকু্র রহমান,এএসআই জেসমিন। এছাড়াও বিদায় অনুষ্টানে থানার কর্মরত সকল অফিসারগণ ও কন্সটেবলগণ উপস্হিত ছিলেন।বক্তারা বলেন,আবদুল জলিল ও আবদুল আউয়াল দু`জন আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করেছেন।তারা দু`জন নির্ভিক অফিসার ছিলেন। তাদের অগ্রযাত্রার সফলতা কামনা করেছেন বক্তারা।