মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রকাশিত : ১২:৪৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৭ মে ২০২২
এইচ,এম, শওকত হোসেন, ওমান থেকেঃ-
স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটের সময় সালতানাত ওমানের আল-খাবুরা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশের ষ্টিলের রেলিং এর সাথে ধাক্কা খেয়ে ঘঠনা স্থলে তিন বাংলাদেশী নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে।
নিহতদের একজনের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ির মোহাম্ম নাছের, একজনের বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন এর আলমপাড়া নিবাসী মোহাম্মদ খোরশেদ, এবং অপর জনের বাড়ি রাঙ্গুনিয়া উপজেণান বেতাগী ইউনিয়নের সিকদার বাড়ির ছৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ ইয়াকুব, বলে জানাগেছে।
আহতদের মধ্যে ড্রাইবারের বাড়ি ফেনি বলে জানা গেছে, অপর একজনের পরিচয় এখনো জানাযায়নি।
গাড়ি চালক এবং অপর যাত্রীর অবস্থা খুবই অাশংকাজনক বলে জানাগেছে। নিহতদের লাশ তৎক্ষনাৎ ওমান রয়েল পুলিশ উদ্ধার করে মর্গে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেছে।