রবিবার, ০২ এপ্রিল ২০২৩

ভেঙ্গে পড়ল ড্রিমলাইনার আকাশবীণার দরজা

প্রকাশিত : ৩:২৮ অপরাহ্ন রবিবার, ০২ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা.নেট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজ বোয়িং ৭৮৭ আকাশবীণার জরুরি দরজার একটি বিশেষ অংশ (র‌্যাফট) ভেঙে পড়েছে। উদ্বোধনের পর এক সপ্তাহ পার না হতেই এ ঘটনা ঘটে।

এ কারণে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটটিতে দেড় ঘণ্টা দেরি হয়।

সূত্র জানায়, এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী মোস্তাাফিজুর রহমানকে সঙ্গে সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিমানের প্রকৌশল শাখার পরিচালক সাজ্জাদুর রহমান বলেছেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ জানান, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, এর যন্ত্রাংশ লন্ডনে পাওয়া গেছে। সেটি এনে তিন দিনের মধ্যে সংযুক্ত করা হবে। প্রকৌশল শাখার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বোর্র্ডিং ব্রিজে সংযুক্ত অবস্থায় বিএফসিসি থেকে যাত্রীদের জন্য ড্রিমলাইনারে খাবার তোলা হচ্ছিল।

এ সময় প্রকৌশল বিভাগের স্টাফ মোস্তাফিজুর রহমান দরজা অন করতে গিয়ে সজোরে অন্য বাটনে চাপ দেন। এতে রাফট নামে দরজার একটি অংশ খুলে পড়ে।

আরো পড়ুন