রবিবার, ০২ এপ্রিল ২০২৩
প্রকাশিত : ২:৫৭ অপরাহ্ন রবিবার, ০২ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা.নেট
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ৩ ঘণ্টার মধ্যে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব শনাক্ত করা হবে।
তিনি বলেন, গুজবের রহস্য উদ্ঘাটনে তথ্য সেল গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এই সেল দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে। কোনো গুজব ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে ৩ ঘণ্টার সত্যতা সম্পর্কে গণমাধ্যমকে জানাবে এই সেল।
বুধবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, এছাড়া আমরা একটি নম্বর দেয়ারও চেষ্টা করছি। এই নম্বরটি সব সাংবাদিকদের কাছে থাকবে। আমরা স্বপ্রনোদিত হয়েই (সুয়োমুটো) আপনাদের কাছে সংবাদটি (গুজব সংক্রান্ত সংবাদ) পৌঁছে দিতে চাই।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার শুরুর কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই টুর্নামেন্টের খেলা সম্প্রচার করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন যেকোনো সম্প্রচারের সক্ষমতা অর্জন করেছে। এ কারণে দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এই স্যাটেলাইটের সেবা নিতে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে।
তারানা হালিম জানান, বিটিভি প্রতিবছর স্যাটেলাইট ফি দিত ছয় কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাওয়ায় এ টাকা এখন সাশ্রয় হবে।