রবিবার, ১১ জুন ২০২৩
প্রকাশিত : ৬:৫৭ পূর্বাহ্ন রবিবার, ১১ জুন ২০২৩
মাগুরায় সদর উপজেলার আঠারখাদা রুপদাহ বিলে বজ্রপাতে একসঙ্গে চার কৃষক মারা গেছেন। নিহতরা হচ্ছেন- রহমত মোল্যা, সামিন মোল্যা, মননু মোল্যা এবং আকরাম হোসেন। তাদের বাড়ি আঠারখাদা এলাকায়।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে তারা পার্শ্ববর্তী কান্দা বাঁশকোটা গ্রামের মকবুল হোসেনের জমিতে পাট কাটছিলেন। এ সময় বজ্রপাতে তারা মারা যান।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হয়। কিন্তু স্থানীয় কৃষকরা ওই বৃষ্টির মধ্যেই বিলের পানিতে দাঁড়িয়ে পাট কাটছিলেন।
তিনি জানান, বিকাল ৩টার দিকে বজ্রপাত হলে ওই ক্ষেতের চার কৃষকই নিহত হন। পরে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।