রবিবার, ০২ এপ্রিল ২০২৩

সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে মা`দের ভূমিকা অপরীসিমঃ শাহেদ

প্রকাশিত : ৩:১৭ অপরাহ্ন রবিবার, ০২ এপ্রিল ২০২৩

লোহাগাড়া অফিসঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাঙ্গীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যেোগে আগামী প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে ১১সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.নদভী এমপির একান্ত সহকারী সচিব, সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদৎ হোসাইন শাহেদ। পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, গারাঙ্গীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মসরুরা খানম,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তছলিমা আকতার ও কহিনুর আকতার প্রমুখ।সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্হানীয় সাংসদের একান্ত সহকারী সচিব এসএম শাহাদৎ হোসাইন শাহেদ বলেন,সুশিক্ষায় জাতির মেরুদন্ড। একজন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। আগামী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহকারী সকল পরীক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শিক্ষক- শিক্ষিকাবৃন্দদেরকে যত্নশীল হয়ে পড়ালেখায় মনোনিবেশ করার জন্য তিনি আহবান জানান।

আরো পড়ুন