সোমবার, ২৯ মে ২০২৩

রোকেয়ায় ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

প্রকাশিত : ২:৩৭ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

ওই দিন রাত ১২টায় থেকে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার ভর্তি কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ইব্রাহীম কবীর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক অপারেটরের মেসেজে অপশনে গিয়ে প্রথমে BRU লিখে স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস এইচএসসি পরীক্ষার পাসের সাল ও স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এবছর ‘এ’ ইউনিটের আবেদন ফি ৪৪০ টাকা, ‘বি’ ইউনিটের ৬০৫ টাকা, ‘সি’ ইউনিটের ৪৯৫ টাকা, ‘ডি’ ইউনিটের ৪৯৫ টাকা, ‘ই’ ইউনিটের ৩৮৫ টাকা ও ‘এফ’ ইউনিটের জন্য ৩৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

এবছর ছয়টি ইউনিটের অধীনে ২১টি বিভাগে এক হাজার ৩১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞতিতে আরও বলা হয়, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.brur.ac.bd তে ভিজিট করে জানা যাবে।

আরো পড়ুন