রবিবার, ১১ জুন ২০২৩

বাঁশখালীর চাম্বলের বেইলী ব্রীজের পাটাতন ফের ভেঙ্গে যানচলাচলে বিঘ্ন!

প্রকাশিত : ৮:০০ পূর্বাহ্ন রবিবার, ১১ জুন ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প রুট বাঁশখালীর প্রধানসড়কের চাম্বল বাজার সংলগ্ন এলাকার বেইলী ব্রীজটি পাটাতন ভেঙ্গে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

এর পূর্বে কয়েকবার ব্রীজটি চলাচল অযোগ্য হয়ে পড়লেও কার্যকর কোন পদক্ষেপ নেয়নি কতৃপক্ষ। এদিকে সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ব্রীজেরর পাটাতন ভেঙ্গে যাওয়ায় দু-পাশে শতশত গাড়ী আটকা পড়েছে। এতে দূর্ভোগ পোহাচ্ছে এ রুট দিয়ে চলাচলকারি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার পরিবহনযাত্রী সহ বাঁশখালীর সাধারণ মানুষ। দীর্ঘদিন থেকে এই বেইলী ব্রীজটি সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকলেও নজর নেই সওজ কতৃপক্ষের। তবে যখন দূর্ঘটনা ঘটে তখন সওজ কতৃপক্ষ নড়েচড়ে বসে। এ ব্যাপারে চট্টগ্রামের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তোফাইল মিয়া বলেন, ব্রীজের পাটাতন ভেঙ্গে গিয়ে যানচলাচলে বিঘ্ন হওয়ার খবর পেয়েছি। দ্রুত মেরামতের জন্য শ্রমিক পাঠানো হচ্ছে বলে তিনি জানান

আরো পড়ুন