সোমবার, ২৯ মে ২০২৩
প্রকাশিত : ২:৪৫ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩
লোহাগাড়া অফিসঃ
লোহাগাড়া উপজেলায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৮ এর শুভ উদ্বোধনী খেলা ১০সেপ্টেম্বর বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙণে অনুষ্টিত হয়েছে।
খেলা দু`শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন লোহাগাড়া সদর ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ বনাম যুব একাডেমী অনুর্ধ্ব-১৭। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও বার আউলিয়া হাফেজ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাস্টার এসকে সামশুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা তানবিরুল হাসান,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার আবু বক্কর,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার সুজিত পাল। খেলা পরিচালনা করেন সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার মনসুর আলী।খেলায় ধারাভাষ্যকার ছিলেন তরুণ সংগঠক মুহাম্মদ কায়সার।