প্রকাশ: ২০১৯-০৩-১৮ ২০:৪২:০৭ || আপডেট: ২০১৯-০৩-১৮ ২০:৪২:১৫
শহীদুল ইসলাম বাবর
দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বাল্য বিবাহ পন্ড করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোবারক হোসেন। বাল্য বিবাহ রেজিষ্ট্রিভুক্ত করার অভিযোগে কাজি সহকারীকে দেওয়া হয়েছে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেন। দেওদিঘী তাজমহল কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। কারাদন্ড প্রাপ্ত কাজি সহকারীর নাম মোহাম্মদ নোমান।
জানা যায়, গতকাল সোমবার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড়ের বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলমের সাথে এওচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ের আলী নগর গ্রামের আহমদ হোসেনের অপ্রাপ্ত বয়স্ক কন্যা জন্নাতুল ফেরদৌস এর বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল দেউদিঘীর তাজ মহল কমিউনিটি সেন্টারে। বর আর কনে পক্ষের পদচারনায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল সেখানে। রান্না করা হয়েছে হরেক রকমের খাবারও। এরি মধ্যে বাল্য বিবাহের খবর পেয়ে থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনের বয়সের বিষয়ে খোজ খবর নেন। এতে কনে অপ্রাপ্ত বয়স্ক প্রমান হওয়ায় বিবাহ রেজিষ্টারভুক্ত করার অপরাধে কাজী সহকারী মোহাম্মদ নোমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ মো শফিউল কবীর বলেন, ভ্রাম্যমান আদালত কাজি সহকারী নোমানকে ৬ মাসের কারাদন্ড প্রদান করার পর পুলিশ তাকে আটক কওে থানায় নিয়ে আসে। তাকে কারাগারে পাঠানো হবে।
Comments
Add Your Comment