সোমবার, ২৯ মে ২০২৩

লোহাগাড়ায় ৬শ ইয়াবাসহ কলেজ শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশিত : ১২:৫৯ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩

রায়হান সিকদার, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের খাঁন দিঘী নামক স্হান হতে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ৬`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।আটককৃত ইয়াবা পাচারকারীর নাম সাঈদ উদ্দিন(২১)।সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র এবং চকরিয়া কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। থানা সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ৮সেপ্টেম্বর বিকেলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টীম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৬`শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পাচারকারী সাঈদ উদ্দিনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটক সাঈদ উদ্দিন জানান,সে চকরিয়া কলেজে একাদশ শ্রেণীর ২য় বর্ষে অধ্যায়নরত।কিন্তু সাতকানিয়ার অালুরঘাট এলাকার তার বড় বোনের স্বামীর কথায় তিনি উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন