সোমবার, ২৯ মে ২০২৩

বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীঃ সাংসদ প্রফেসর ড.নদভী

প্রকাশিত : ১২:২৮ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩

রায়হান সিকদার,লোহাগাড়া
সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।হিন্দু-বৌদ্ধদের সার্বিক নিরাপত্তা ও
কল্যাণে বিশেষ ভূমিকা রেখেছে আওয়ামীলীগ সরকার। ধর্ম যার যার উৎসব সবার।একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সব ধরনের লোকজন স্বাধীন মনোভাব নিয়ে চলাফেরা করবে।সাতকানিয়া-লোহাগাড়ার
হিন্দু- বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি দৃষ্টি ও তাদের সার্বিক কল্যাণে কাজ করার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন, দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে।সাতকানিয়া-লোহাগাড়ায় হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীদের মন্দিরসহ বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কাজ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের পাশাপাশি আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। সাতকানিয়া-লোহাগাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদেরকে কাউকে ছাড় দেওয়া হবেনা ।
অসাম্প্রদায়িক সাতকানিয়া-লোহাগাড়া গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই আগামী নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান।৭সেপ্টেম্বর বিকেলে উপজেলা পাবলিক হলে অনুষ্টিত সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সাথে লোহাগাড়া উপজেলার হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। লোহাগাড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু নিবাস দাশ সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল,
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী।লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ রিটন দাশ ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাষ কান্তি নাথের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট রাখাল বড়ুয়া, সাধারণ সম্পাদক অনিল বড়ুয়া,উপজেলা ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ শিল্পপতি মুহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী,লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী রতন কান্তি দাশ,সাধন মিত্র,উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,এসএম আবদুল জব্বার,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান,
আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল,পুটিবিলা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান বাবু সুজিত বড়ুয়া কাজল,শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, আমিরাবাদ ইউপির মেম্বার মৃণাল কান্তি মিলন মেম্বার,উপজেলা যুবলীগ নেতা সাইফুল হাকিম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম নিবিল,সাংসদের একান্ত সহকারী সচিব এসএম শাহাদৎ হোসাইন শাহেদ,সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ দেলোয়ার হোসেন বেলাল,দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জিহানুর রহমান চৌধুরী ।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীদের সকল নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন