শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:৫৪ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্যদের নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে নির্বাচনে ৪শত ৮৩ ভোট পেয়ে মফিজুর রহমান (আপেল প্রতীক) সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন (মোরগ) ৪শত ৬২ ভোট আর মহিউদ্দিন (ফুটবল) পেয়েছেন ৪শ ৫৯ ভোট। নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সঞ্জীব সরকার। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে চারটার সময় এই ফলাফল ঘোষণা করেন তিনি । সম্পূর্ণ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে ১৪শ ৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন চলাকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা,সহকারী কমিশনার (ভূমী) ইয়াসির আরাফাত সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাতসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ঐ ওয়ার্ডের সদস্য মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন কর্তৃক শূণ্য ঘোষনা করা এই ওয়ার্ডে নির্বাচন কমিশনের ঘোষিত সময়ে নির্বাচন সম্পন্ন হলো।