রবিবার, ১১ জুন ২০২৩
প্রকাশিত : ৬:৫৪ পূর্বাহ্ন রবিবার, ১১ জুন ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। সবাই কে আলোকিত মানুষ হতে হবে বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালাহ্ উদ্দীন হিরু।
তিনি বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
২০ মার্চ দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চরম্বা মাইজবিলা অলি আহমদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয়’র এস.এস.সি.পরিক্ষর্থীদের ২০২৩ বিদায় সংবর্ধনা অনুষ্টান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এন,এ নাজিম উদ্দীন প্রকাশ নজির মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, সহযোগি অধ্যাপক সেতার উদ্দিন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা আসহাব উদ্দিন।
স্বাগত বক্তব্যে রাখেন মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান।
অনুষ্ঠানে চরম্বা ফ্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আহমদ হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।