মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:৪৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
সাতকানিয়া সংবাদদাতা
সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ঘিলাতলী মসজিদে বাইতুশ শরফ কমপ্লেক্স এর উদ্যোগে ইছালে সাওয়াব মাহফিল ও বার্ষিক সভা রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাহবারে বায়তুশ শরফ বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নদভী। মাওলানা মোঃ ইউনুস নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বার্ষিক সভায় বিশেষ অতিথি ছিলেন,কেরানী হাট বাইতুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মুসা কোম্পানি ও সাংবাদিক শহীদুল ইসলাম বাবর। তাকরীর পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম দাখিল মাদ্রাসার আলহাজ্ব মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা ইউছুপ আরমানী, মাওলানা শিহাব উদ্দীন,পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী নূরুল কবির,মাওলানা মনছুর আলম ও খাগড়াছড়ি বায়তুশ শরফের পরিচালক মাওলানা ওসমান গণী। সভায় আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নদভী বলেন, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসুলদের প্রেরণ করেছেন। তাদের মাধ্যমেই পৃথিবীর মানুষ আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে জানতে পেরেছি। মুসলমানদের জন্য হেদায়েতের সর্বশেষ বাণী হচ্ছে কোরআনের কারীম। আমরা কোরআন অনুসরণ করলেই প্রকৃত অর্থে মুসলমান হতে পারব।
ছবির ক্যাপশান- সাতকানিয়ার ঘিলাতলী বায়তুশ শরফ কমপ্লেক্সের মাহফিলে তাকরির পেশ করছেন রাহবারে বায়তুশ শরফ মাওলানা আব্দুল হাই নদভী।